রায়ে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল : পুলিশের বাধা
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। অপরদিকে রায় পরবর্তী আনন্দ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়।
বুধবার শাহবাগ কেন্দ্রীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, এ রায়ে আমরা খুশি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আনন্দ মিছিল বাতিল করেছি। পাশাপাশি সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। আর এ দাবিতে প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
এম এইচ/এআরএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা