ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইনের শাসন নিশ্চিত হলো : রেজাউল করিম

প্রকাশিত: ০৫:১৩ এএম, ২৯ জুলাই ২০১৫

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শ. ম রেজাউল করিম বলেছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন একাত্তরের শীর্ষ সন্ত্রাসীর ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্টের আপিল বিভাগ। এতে করে আইনের শাসন সুনিশ্চিত হয়েছে।

বুধবার উচ্চ আদালতের আপিল বিভাগে চূড়ান্ত রায়ে সাকা চৌধুরীর ফাঁসি বহাল রাখা হয়। এই রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

তিনি বলেন, এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারো বিরুদ্ধে অবিসংবাদিতভাবে এতো বেশি অপরাধ প্রমাণিত হয়নি। ৯টি অপরাধের মধ্যে আপিল বিভাগ ৮টিই বহাল রেখে রায় দিয়েছেন। এতে করে সালাউদ্দিনের মতো দাম্ভিক প্রকৃতির যুদ্ধাপরাধীদের পতন নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, সাকা চৌধুরীর এই ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে সম্ভাব্য আর কোনো বাধা নেই। আমরা প্রত্যাশা করছি খুব শিগরিরই ফাঁসির রায় কার্যকর হবে এবং বাঙালি জাতি ও বিশেষ করে চট্টগ্রামবাসী মুক্তি পাবে।

জেইউ/এআর/এআরএস/এমএস