সাকার রায়ে চট্টগ্রামবাসী দায়মুক্ত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাস গুপ্ত বলেছেন, প্রত্যাশা ছিল ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগে বহাল থাকবে। আর এ রায়ে জাতি একজন যুদ্ধাপরাধের দাগি আসামির দায় থেকে মুক্তি পেল। মুক্তি পেল চট্টগামবাসীও।
বুধবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের আপিল বিভাগ সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তিনি বলেন, একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা দেখেছে সাকা চৌধুরীর সন্ত্রাসী কর্মকাণ্ড। তার এই রায়ে সবার প্রত্যাশা পূরণ হয়েছে।
এর আগে মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিপক্ষে আপিল করলে বুধবার আপিলের চূড়ান্ত রায়ে তার ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের একটি বেঞ্চ।
এফএইচ/এআর/জেইউ/এআরএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি