আবারো প্রমাণ হল আইনের ঊর্ধ্বে কেউ নয়
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসির রায় বহাল রাখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, এই রায়ে সত্য প্রতিষ্ঠা হয়েছে। আবারো প্রমাণ হল আইনের ঊর্ধ্বে কেউ নেই।
বুধবার উচ্চ আদালতের আপিল বিভাগে চূড়ান্ত রায়ে সাকা চৌধুরীর ফাঁসি বহাল রাখা হয়। এই রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তিনি বলেন, সাকা চৌধুরী বিচারকার্য চলাকালীন সময়ে আদালতকে কটুক্তি করে নানা কথা বলেছেন। একেক সময় একেক রকম যুক্তি উপস্থাপন করেছেন। একদিন বলেছেন, ‘আমার কিছু হবে না, আমি ল মেকার।’ এই রায়ে এটাই প্রমান হয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ নেই।
তুরিন আফরোজ আরো বলেন, একাত্তরে সাকা চৌধুরী হিন্দু সম্প্রদায়ের উপর নানা নির্যাতন করেছেন। এই রায়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
জেইউ/এআর/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা