ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে ট্যাংকি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৫ এপ্রিল ২০১৮

রাজধানীর মিরপুরে ট্যাংকি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন মানিক (৩০), তার স্ত্রী মিনা (২২) ও সাত মাসের শিশু সন্তান তানিম। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-১১ এর ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুজনের অবস্থা অাশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অাহতদের স্বজনরা জানায়, রাতে নিচতলায় পানির মোটর চালু করার সময় পাশে থাকা ট্যাংকি থেকে গ্যাস বিস্ফোরণ ঘটলে তারা দগ্ধ হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, অাহত স্বামী-স্ত্রীকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এখানে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ মানিক ওই বাসার সিকিউরিটির দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চণ্ডিপাশায়।

এসএইচ/বিএ

আরও পড়ুন