ভাটারায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
রাজধানীর ভাটারা থানার বেরাইদে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০-১২ জন।
রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম কামরুজ্জামান দুখু। তিনি ভাটারা থানার বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।
পুলিশের বাড্ডা-ভাটারা জোনের সহকারী কমিশনার আশরাফুল করিম জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক ধরেই এই দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। সেই জের ধরেই আজ সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এ্যাপোলো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ এ্যাপোলো হাসপাতালে।
ভাটারা থানা সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ’র পক্ষের কর্মীদের মধ্যে দীর্ঘদিন রেষারেষি ছিল।
এআর/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা