ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ এএম, ২১ এপ্রিল ২০১৮

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বিদ্যুৎ চমকানোর সাথে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

এনএফ/এমএস

আরও পড়ুন