ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ এপ্রিল ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২০ এপ্রিল ২০১৮

২৪ এপ্রিল পোশাক `শ্রমিক শোক দিবস’ ঘোষণা ও রানা প্লাজার শ্রমিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে প্রায় ১২শ জন শ্রমিক নির্মমভাবে মৃত্যুবরণ করেন। আজ পর্যন্ত বিশ্বের কোথাও একসঙ্গে এত শ্রমিকের মৃত্যু হয়নি। তাই আমরা এই দিনটিকে পোশাক শ্রমিক শোক দিবস ঘোষণা করে শ্রমিকদের প্রতি সম্মানের দাবি জানাচ্ছি।

রানা প্লাজার মালিক সোহেল রানাসহ এই হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা।

আয়োজক সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক গাজী মো. নুরে আলম, কেন্দ্রীয় নেতা অন্তর রহমান, শামীম আহমেদ, মাকসুদুর রহমান প্রমুখ।

এএস/এমআরএম/পিআর

আরও পড়ুন