বার কাউন্সিলের লিখিত পরীক্ষা স্থগিত চেয়ে রিটের শুনানি হয়নি
বাংলাদেশ বার কাউন্সিলের ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদনের ওপর আগামীকাল বুধবার আবারো এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। নির্দিষ্ট বেঞ্চের বিচারপতি না থাকায় মঙ্গলবার শুনানি হয়নি।
গত ২৬ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন চার হাজার আইনজীবী (অ্যাডভোকেটশিপ) পরীক্ষার্থীর পক্ষে শাহ মো. রুহুল আমীন। ওই রিট আবেদনের ওপর গতকাল সোমবার বেলা দুইটর দিকে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় ছিল। কিন্তু নির্দিষ্ট বেঞ্চের বিচারপতি না থাকায় তা শুনানি হয়নি। তবে বুধবার আবারো শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী।
বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপাতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ৩১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার নোটিশ বার কাউন্সিলের ওয়েব সাইটে দেখা যায়। রিটে ওই পরীক্ষা স্থগিত চাওয়ার সঙ্গে সঙ্গে গত ২৪ এপ্রিল এমসিকিউ (মাল্টিপোল চয়েজ কোসশ্চেন) অনুষ্ঠিত পরীক্ষার পুনঃ নিরীক্ষণের আবেদন করা হয়। একই সঙ্গে রিটে এ সংক্রান্ত দুটি রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটের বিবাদীরা হলেন- বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিলের সেক্রেটারী ও আইন মন্ত্রণালয়ের সচিব।
জানা যায়, রিটকারী শাহ মো. রুহুল আমীন গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। পরে সে তার উত্তর পত্র পুনঃনিরীক্ষণের জন্য বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেন। কিন্তু পরীক্ষার উত্তর পত্র পুনঃমূল্যায়ন না হওয়ায় তিনি রিট আবেদন করেন।
এফএইচ/আরএস/আরআইপি