ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত : পুরস্কার পাচ্ছে ১০ গার্মেন্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

প্রথমবারের মতো ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরস্কার’ পাচ্ছে ১০টি পোশাক কারখানা (গার্মেন্ট)। ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ পুরস্কার দেবে।

মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে গঠিত জুরি বোর্ড ১০টি কারখানাকে পুরস্কারের জন্য মনোনীত করেছে। কারখানাগুলো হলো- ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন লিমিটেড, ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটার স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, গাজীপুর কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, মানিকগঞ্জ সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, গাজীপুর টঙ্গীর ভিয়েলাটেক্স লিমিটেড।

এছাড়া ঢাকা ধামরাইয়ের এ কে এইচ ইকো অ্যাপারেলস লিমিটেড, ঢাকার নিট কনর্সান লিমিটেড, নারায়ণগঞ্জ ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড, গাজীপুর টঙ্গীর হুপ লুন অ্যাপারেলস লিমিটেড ও নারায়ণগঞ্জ রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেড।

২৮ এপ্রিল কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মনোনীত কারখানাগুলোর মালিকের হাতে পুরস্কার তুলে দেবেন।

২০১৬ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করছে সরকার।

আরএমএম/জেএইচ/এমএস

আরও পড়ুন