হুইপ আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুদক
কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এখনও তা চলছে, দুপুর দুইটা নাগাদ জিজ্ঞাসাবাদ শেষ হতে পারে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হুইপ আতিককে তলব করে নোটিশ পাঠায় দুদক। নোটিশে তার বিরুদ্ধে শেরপুরের তিনআনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামে ৩০ একর জমিতে বাগানবাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাটসহ নামে-বেনামে শত কোটি টাকা আয়, নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখাসহ স্কুল-কলেজের এমপিওভুক্তি থেকে মোটা অংকের টাকা আদায়সহ বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে।
এমইউএইচ/এমএমজেড/পিআর