কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশ ২৪তম
কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশ ২৪তম। জাতিসংঘের বুদ্ধিবৃত্তিকসম্পদ বিষয়ক সংস্থার গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের সঙ্গে যৌথভাবে তৈরি এ তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও কানাডা।
সোমবার (১৬ এপ্রিল) লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানদের বৈঠকে এ তালিকা প্রকাশ করা হয়। কমনওয়েলথভুক্ত দেশগুলো যেন পরস্পরের সঙ্গে নিজেদের অবস্থান তুলনা করতে পারে সেই লক্ষ্যেই এ তালিকা তৈরি করা হয়েছে।
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেছেন, কমনওয়েলথের ৬০ শতাংশ নাগরিকের বয়সই ৩০ এর নিচে। ডিজিটাল প্ল্যাটফর্ম থাকায় সবাই এখন বিষয়টি শেয়ার করতে পারছে। এ বিষয়টি সংস্থার সংস্কারের অংশ। তথ্যের এ যুগে আমারা নতুনভাবে শুরু করব। পরস্পরের সহযোগিতা ও খেয়াল রাখার জন্য বিষয়টি আরও সামঞ্জস্যপূর্ণ হবে।
বৈঠকে অংশ নিয়েছেন ৫৩টি দেশের রাষ্ট্রপ্রধান। আজ (মঙ্গলবার) উইমেন্স ফোরামে ক্ষমতায়নের জন্য শিক্ষা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নির্বাহী সভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। এরপর ২০ এপ্রিলে উইন্ডসর ক্যাসেলে আবারও বৈঠকে বসবেন রাষ্ট্রপ্রধানরা।
আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা