ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খালেদা জিয়াকে ‘বিরোধীদলীয় নেত্রী’ বললেন নাসিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

বক্তব্যে ভুল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বিরোধীদলীয় নেত্রী’ বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কারাবন্দি খালেদার চিকিৎসার বিষয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই ভুল করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় সংসদ থেকে ছিটকে পড়ে বিএনপি। ফলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ হন দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী।

সংসদের বাইরে থাকা বিএনপির চেয়ারপারসন সম্প্রতি জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে। তার শারীরিক অসুস্থতায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের ব্যবস্থাপত্র অনুযায়ী গত ৭ এপ্রিল খালেদাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পায়ে এক্স-রে ও রক্ত পরীক্ষা করা হয়।

খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না দাবি করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

nasim

এই প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে ডাকেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, থাকা স্বাভাবিক, কিন্তু চিকিৎসা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। কীভাবে কেউ আশা করে আমরা বেগম জিয়ার চিকিৎসা করছি না, তাকে অসুস্থ বানানোর জন্য আমরা ব্যবস্থা করছি। এই কথাগুলো দায়িত্বহীনভাবে কেন বলে তারা?’

‘সম্মানিত বিরোধীদলীয় নেত্রী তিনি নিজেও বলেছেন তার ইচ্ছানুযায়ী চিকিৎসা হয়েছে, এক্স-রে ও রক্ত পরীক্ষা হয়েছে। সেই রিপোর্টগুলো অলরেডি জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে’ বলেন নাসিম।

এ সময় মন্ত্রীর পাশে বসা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান মন্ত্রীর কানের কাছে গিয়ে নিচু স্বরে বলেন, ‘উনি বিরোধীদলীয় নেত্রী নন স্যার, তিনি বিএনপির নেত্রী।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হ্যাঁ বিএনপির চেয়ারপারসন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যদিও সরাসরি আমাদের মন্ত্রণালয়ের এখানে খুব বেশি সংশ্লিষ্টতা নেই। কারাবন্দির জন্য জেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হয়। অনেক সময় কারা হাসপাতালে করা হয়। আবার অনেক সময় তাদের সুপারিশ অনুযায়ী বাইরেও করা হয়। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইপি প্রিজন।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি মনে করি বেগম জিয়ার সর্বোত্তম চিকিৎসা করা হচ্ছে এবং করা হবে।’

আরএমএম/জেএইচ/পিআর

আরও পড়ুন