ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কমরেড মণি সিংহের ১১৪তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ জুলাই ২০১৫

সিপিবির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মণি সিংহের ১১৪তম জন্মবার্ষিকী আজ। ১৯০১ সালের এই দিনে ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন এই বিপ্লবী নেতা।

দিনটি উপলক্ষে  সিপিবি ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে, রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী প্রভৃতি।

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতি মণি সিংহ। ১৯২৮ সাল থেকে কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। বিভিন্ন আন্দোলনে জড়িত থাকায় বেশ কয়েকবার কারাবরণ করেন তিনি। ১৯৫১ সালে প্রথমবারের মতো কমিউনিস্ট পার্টির প্রধান নিযুক্ত হন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তাকে প্রবাসী অস্থায়ী সরকারের উপদেষ্টা করা হয়। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর এই বিপ্লবী জননেতা মৃত্যুবরণ করেন।

এসকেডি/এমএস