ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জরিপ করে যানজটের কারণ শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৭ জুলাই ২০১৫

রাজধানীতে যানজটের প্রধান প্রধান কারণ শনাক্ত করে তার সমাধান খুঁজে বের করতে সরকার যৌথভাবে একটি জরিপ শুরু করেছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ‘নগরীতে ট্রাফি জ্যামের প্রধান প্রধান কারণ শনাক্ত এবং তা নিরসনের উপায় খুঁজে বের করতে একটি চীনা কোম্পানির সহায়তায় পুলিশ একটি যৌথ জরিপ চালাচ্ছে।’

ঈদের আগে যানবাহন নিয়ন্ত্রণ করতে পুলিশ স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা পরিচালনা শুরু করলে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজধানী শহরে ট্রাফিক জ্যাম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, দেশের বড় বড় সমস্যার মধ্যে ট্রাফিক জ্যাম একটি।

সরকারি কর্মকর্তাদের মতে, সারাদেশে সড়ক দুর্ঘটনা রোধে একটি নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। তারা বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশকে পাঞ্চিং মেশিন দিয়ে ড্রাইভিং লাইসেন্স ছিদ্র করে দিতে হবে।

একই চালক দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটালে দ্বিতীয়বার তার লাইসেন্স ছিদ্র করা হবে। তৃতীয়বার দুর্ঘটনা ঘটালে তার লাইসেন্স বাতিল করে দিতে হবে।

বিএ