ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাবিতে সহিংসতার ঘটনায় চার মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১১ এপ্রিল ২০১৮

কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা, ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতা ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় চারটি মামলা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। চার মামলা নথি ভুক্তির তারিখ ১০ এপ্রিল উল্লেখ করা হয়েছে।

ওসি আরও বলেন, ভিসি ভবনে হামলার ঘটনায় ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় একটি এবং ওয়াকিটকি ছিনতাই ও অন্যান্য ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকি দুইটি মামলা হয়েছে। তবে মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

মামলার এজাহারে ঢাবির ভিসির বাড়িতে হামলা, গাড়ি পোড়ানো,পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়েছে।

এআর/এএইচ/এমএস

আরও পড়ুন