ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০১৮

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থায় চাকরির কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো শ্রেণি যাতে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও নারীদের জন্য কোটা রাখা হয়েছিল। তবে মেয়েরাও নেমে গেছে রাস্তায়। জেলায় জেলায় আন্দোলন হচ্ছে। তাই কোটা ব্যবস্থার দরকার কি?

কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন উঠবে। বারবার আন্দোলন হবে, সাধারণ মানুষের কষ্ট। তাই কোটা পদ্ধতিরই দরকার নেই। তবে এ সময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থায় চাকরির কথা বলেন।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাহাঙ্গীর কবির নানকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

ওআর/আরআইপি