বুধবারের আগে থামছে না বৃষ্টি
মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া আরো মঙ্গল ও বুধবার পর্যন্ত স্থায়ী থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।
সোমবার বিকেলে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মো. মাহমুদুল হক জানান, মৌসুমি নিম্নচাপটি বাংলাদেশের উপকূলীয় এলাকায় দুর্বল অবস্থায় রয়েছে। এটি আরো দু-এক দিন অবস্থান করবে। এরপর ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সোমবার দুপুরে আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপকেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করেছে আবহাওয়া অধিদফতর।
এসকেডি/আরআইপি