ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদেশে প্রতি বছর ৬ লাখ শ্রমিক যায় : সংসদে মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, গড়ে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ছয় লাখ কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করে থাকে। তিনি বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের ১৬৫টি দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০১৬ সালে বিদেশগামীকর্মীর সংখ্যা ছিল সাত লাখ ৫৭ হাজার ৭৩১ জন। ২০১৭ সালে তা বেড়ে ১০ লাখ আট হাজার ৫২৫ জনে উন্নীত হয়েছে যা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ। গড়ে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ছয় লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে থাকেন।

তিনি বলেন, বিদেশে লোক পাঠাতে হলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। সরকারি অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি লোক পাঠাতে পারে না। সরকারের পাশাপাশি কেবল অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বিদেশে লোক পাঠাতে পারে।

এইচএস/এমএআর/আরআইপি

আরও পড়ুন