ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের অভিযানে আহত ১৮

ঢামেক প্রতিবেদক , বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:০৮ এএম, ০৯ এপ্রিল ২০১৮

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের অভিযানে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ব্যারিস্টার আওলাদ হোসেন (৫০), ঢাবির ছাত্র আকরাম হোসেন (২৬), আবুবকর সিদ্দিক (২২), মো. রফিক (২৪), রাফি আলামিন (২২), রাজ (২৩), সোহেল (২৫), ওমর ফারুক (২৫), খোরশেদ (২৬), মাহিম (২২), আসলাম (২৩) ।

এছাড়া আব্দুস সালাম (২২) বঙ্গবন্ধু হল, অমিত (২২) জগন্নাথ হল, শাহপরান (২২) মহসিন হল, রবিন (২২) ঢাকা সাউথ হল। রাসেল (২২), অমর একুশে হল, মুরশিদ (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাহুল (২১) জগন্নাথ হল, রাকিব হাসান (২২) ঢাকা ইউনিয়ন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে চলে গেছেন। আবার কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারও আঘাতই তেমন গুরুতর নয়।

এমইউ/ওআর/এমআরএম

আরও পড়ুন