তোবা শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও
বেতন-বোনাসের দাবিতে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন ঘেরাও করেছে তোবা শ্রমিক সংগ্রাম পরিষদ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিএমইএ ভবন ঘেরাও করে শতাধিক শ্রমিক।
এর আগে শুক্রবার তোবা গ্রুপের শ্রমিকরা ২৮ সেপ্টেম্বরের মধ্যে বেতন এবং ঈদ বোনাসের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে। সমাবেশে তোবা গ্রুপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুর নেতৃত্বে এই কর্মসূচি চলছে।
মিশু বলেন, ‘সরকার ঘোষিত ২৮ সেপ্টেম্বরের মধ্যে মালিক দেলোয়ার হোসেন বেতন দেয়নি। তাই বিজিএমইএ ভবন ঘেরাও করেছি। শ্রমিকরা না খেয়ে থাকবে মালিকরা ঈদ করবে তা আর এ দেশে হতে দেবো না। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবো।’
মিশু সরকার এবং মালিককে উদ্দেশ্য করে বলেন, ‘ঈদের এখনো ৭ দিন বাকি। এর মধ্যে অনেক কিছু করা যাবে। শ্রমিকদের পাওনা মিটিয়ে দিন। শ্রমিকরা ঈদ করতে না পারলে মালিকরাও পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।