সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে রোববার
চলমান জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামীকাল (রোববার) শুরু হবে। এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হবে। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে এ অধিবেশন কয়দিন চলবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে এই বৈঠক হবে।
জানা যায়, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, আসন্ন অধিবেশনের মেয়াদ ৫ থেকে ৭ দিন হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। ৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।
ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা ৯ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
এইচএস/বিএ/জেআইএম