জাতীয় ভোটার দিবস ১ মার্চ
জনসাধারণকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করবে সরকার। এ লক্ষ্যে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছরের ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের এ বিষয়ক পরিপত্রে 'খ' ক্রমিকে উহা অন্তর্ভুক্তিকরণের একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক আগে থেকেই এই দিবসটি পালন করে আসছে। জনসাধারণকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশেও দিবসটি পালন করবে।
১ মার্চকে কেন বেছে নেয়া হলো- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মার্চ মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। এই মাসেই আমরা ভোটাধিকার হারাতে বসেছিলাম তাই এই দিনটিকে বেছে নেয়া হয়েছে।
এমইউএইচ/এনএফ/এমএস