ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৬ জুলাই ২০১৫

বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগলে আতঙ্কের সৃষ্টি হয়। রোববার ভারতের রেল বিভাগ জানায়, আগুন লেগেছিল প্যান্ট্রিকারে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

দেশটির রেল সূত্র আরো জানায়, রোববার বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি যখন নৈহাটি স্টেশন পেরিয়ে কলকাতা স্টেশনের কাছাকাছি পৌঁছায়, সেই সময় ট্রেনের প্যান্ট্রিকার থেকে ধোঁয়া বের হতে দেখে চাঞ্চল্য ছড়ায়।

পরে কাঁকিনাড়া স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় ওভারহেড লাইনের বিদ্যুৎ সরবরাহও। খবর যায় রেলের কর্তাদের কাছেও। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে প্রায় ২০ মিনিট দেরি হয় ট্রেনটির কলকাতা পৌঁছতে।

বিএ