খালেদার স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ মেডিকেল বোর্ড
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য চার সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালের চার চিকিৎসককে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড ইতোমধ্যে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
রোববার কারাসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, আজ দুপুর সোয়া ১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মেডিকেল বোর্ড সদস্যরা কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
মেডিকেল বোর্ড সদস্যরা হচ্ছেন- অধ্যাপক মো. সামিউজ্জামান (অর্থোপেডিক্স), মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।
আগামীকাল (সোমবার) খালেদার স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা জানাবে মেডিকেল বোর্ড।
জেইউ/বিএ/আরআইপি