‘সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে প্রচেষ্টা থাকবে’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভোটে বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে।
শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
২৯ মার্চ স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইলে একজনের মৃত্যুসহ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ বিষয়ে সিইসি বলেন, ১৩৩টি নির্বাচন হয়েছে। সেখানে দুঃখজনকভাবে একজনকে প্রাণ দিতে হয়েছে। এর কারণ ছিল ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশ তাৎক্ষণিকভাবে তা মোকাবেলা করেছে। আমার মনে হয় দুই-তিনটা সেন্টারে আমলে নেয়ার মতো ঘটনা ঘটেছে। যারা দোষী তাদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এইচএস/জেএইচ/জেআইএম