ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫৭ ধারার মামলায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৯ মার্চ ২০১৮

নগর উন্নয়ন সাংবাদক ফোরামের দফতর সম্পাদক সাংবাদিক কামরুন্নাহার শোভার বিরুদ্ধে ৫৭ ধারায় দায়ের করা মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

বুধবার নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার কামরুন্নাহার শোভাসহ তিনজনের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক মতিন আবদুল্লাহ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একটি মহল প্রশাসনের সহযোগিতায় কামরুন্নাহার শোভার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় মামলার বাদি ও গাজীপুর পুলিশ প্রশাসন একতরফাভাবে সেই সাংবাদিকের পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

একই সঙ্গে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।

এএস/আরএস/আরআইপি

আরও পড়ুন