ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাল থেকে ফোনে কথা বলবেন কারাবন্দিরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৭ মার্চ ২০১৮

আগামীকাল বুধবার থেকে দেশের বিভিন্ন কারাগারের বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। বুধবার সকাল ১১টায় টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মোবাইল ফোন সেবার ‘স্বজন’ নামের পাইলট এই প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা প্রতিমাসে দু’দিন স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। প্রকল্প সফল হলে পরবর্তীতে দেশের অন্যান্য কারাগারেও এই ব্যবস্থা চালু করা হবে।

এর আগে ২০১৬ সালের ১০ এপ্রিল কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে’ পরিবারের সঙ্গে কারাবন্দিদের ফোনে কথা বলার সুযোগ দেয়ার প্রতিশ্রুতি করেন। এরই অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে এই কার্যক্রম প্রথম শুরু হচ্ছে।

এআর/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন