ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাইক থেকে লাফিয়ে পাচারকারীর হাত থেকে রক্ষা পেল কিশোরী

মনিকা সাহা | প্রকাশিত: ১১:১০ এএম, ২৬ মার্চ ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত বাইক থেকে লাফিয়ে দুই পাচারকারীর হাত থেকে রক্ষা পেল বাংলাদেশি এক কিশোরী।

রোববার সকালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত মালঙ্গপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। স্বরূপনগরে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তাকে নিয়ে এসেছিল গৌতম মণ্ডল ও নিত্য শীল নামে দুই যুবক। তাদের উদ্দেশ্য ছিল ওই কিশোরীকে পাচার করে দেয়া। রোববার সকালে তাকে জোর করে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিল গৌতম মণ্ডল ও নিত্য শীল। তখনই সে চলন্ত বাইক থেকে লাফ দেয়। এতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুই পাচারকারীও গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রাথমিক চিকিৎসার পর ওই কিশোরীকে দেশে পাঠানোর জন্য স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এমবিআর/জেআইএম

আরও পড়ুন