ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি ‘জলদস্যু’ গ্রেফতার

মনিকা সাহা | কলকাতা | প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৩ মার্চ ২০১৮

পশ্চিমবঙ্গের পুলিশ চার বাংলাদেশি জলদস্যুকে গ্রেফতারের দাবি করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি পুলিশের। সুন্দরবনের ভারতীয় অংশে চার সদস্যের এই ডাকাত দলটি বড়সড় একটা ডাকাতির পরিকল্পনা করছিল বলে জানানো হয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা থানায় এদের বাড়ি বলে অনুমান করা হচ্ছে।

ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাইরপুর থানার পুলিশ গত বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পীর-খালি এলাকায় অভিযান চালায়। ওই সময় ডাকাত দলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়তে শুরু করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। বেশকিছু সময় ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে।

পরে পুলিশ চারজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে চারটি এক নলা বন্দুক, চারটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করে বাইরপুর থানার পুলিশ । ওই দলে আরও সদস্য ছিল বলে পুলিশ অনুমান করছে।

গ্রেফতার হওয়া জলদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে বহু মামলা রয়েছে বলে জানা গেছে।

এনএফ/এমএস

আরও পড়ুন