২৪ স্বর্ণের বারসহ শাহজালালে দুই ভারতীয় আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পৌনে তিন কেজি ওজনের ২৪টি স্বর্ণের বারসহ গুরজান্ট সিং ও অনীল কুমার নামে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
মঙ্গলবার বিকেল ৫টায় গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, অ্যামিরেটস এয়ারওয়েজের ইকে ৫৮৬ ফ্লাইটে দুবাই থেকে আগত ওই দুই যাত্রী শাহজালালে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউজের একটি দল তাদের গ্রিন চ্যানেলে আসার পর শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তাদের ব্যাগ স্ক্যান করে এবং শরীর তল্লাশি করে তাদের শরীর থেকে ১০ তোলা ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৭৮৪ গ্রাম, আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী জব্দ স্বর্ণ ও আটকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/এমএআর/এমএস