ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:১০ এএম, ২০ মার্চ ২০১৮

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূবার্ভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সারাদেশে কোথাও বৃষ্টিপাতের রেকর্ড নেই। আজ (মঙ্গলবার) ঢাকায় সূর্যোদয়ে হয়েছে ৬টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ১০ মিনিটে।

আরএস/জেআইএম

আরও পড়ুন