ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ধূমপানমুক্ত হবে নৌবন্দরগুলো

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫১ এএম, ২০ মার্চ ২০১৮

দেশের নৌপরিবহন এবং নৌবন্দরগুলো ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন (বিআইডব্লিউটি) কর্তৃপক্ষ সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভা ও সভায় সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটি‘র চেয়ারম্যান কমডোর এম মোজ্জাম্মেল হক।

নৌপরিবহন এবং নৌবন্দরগুলো ধূমপানমুক্ত রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন মোজাম্মেল হক।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান এম মোজাম্মেল হক বলেন, বিভিন্ন পাবলিক প্লেস বিশেষ করে নৌবন্দরসমূহে, লঞ্চঘাটে এবং পাবলিক পরিবহন বিশেষ করে লঞ্চে অসংখ্য যাত্রীদের পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনএফ/জেআইএম

আরও পড়ুন