অর্থনৈতিক উন্নয়নে যুবকরা গুরুত্বপূর্ণ সম্পদ : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুবকরা হলো গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতির চাকাকে বেগবান করতে হবে। তাহলেই সরকার ঘোষিত ভিশন ২০২১ এবং ২০৪১ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
শনিবার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারে ইউএনএফপিএ ও ডেইলি স্টার এর যৌথ আয়োজনে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, তথ্য-প্রযুক্তি নির্ভর এই যুগে যুবকরা প্রবীণদের তুলনায় অনেক বেশি প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী। তাই পলিসি মেকিং এর ক্ষেত্রে যুবকদের সম্পৃক্ত করতে হবে।
তিনি আরো বলেন, প্রশিক্ষিত যুবকদের বিদেশে পাঠালে তারা বিশ্ব বাজারে মর্যাদার সাথে কাজ করতে পারবে এবং চীন, ভারত ও ফিলিপাইনের যুবকদের থেকে বেশি বেতনে চাকরি করতে পারবে।
এ সময় সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্বারোপ করেন তিনি। শুধুমাত্র চাকরি নির্ভর না হয়ে সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতেও যুব সমাজের প্রতি আহ্বান জানান এবং অশিক্ষিত বেকার যুবকদের সম্পদে পরিণত করতে তাদের কর্মমুখি প্রশিক্ষণ দিয়ে জাতীয় আয়ে সম্পৃক্ত করার প্রতি গুরুত্বারোপ তিনি।
এক্ষেত্রে সরকারের পাশাপশি সকল বেসকারি ও ব্যক্তি উদ্যেগে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর নুরুন্নবী, পরিবার পরিকল্পনার পরিচালক মো. নুর হোসেন তালুকদার, আইএলও প্রতিনিধি হরিপদ দাস, ইউনিসেফ প্রতিনিধি অ্যামি ডেলনিউভেল, প্লানিং বাংলাদেশ প্রতিনিধি সৌম্য গুহ, কার্ডিফ ইন্টা. স্কুল এর প্রিন্সিপল জি এম নিজাম উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের ডাইরেক্টর প্লানিং ড. জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, যুব উন্নয়ন ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রমুখ।
এইচএস/আরএস/এমআরআই
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ২ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৩ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা
- ৪ মনোনয়ন বাণিজ্যে নষ্ট হচ্ছে এমপিদের চরিত্র: সাবেক সিইসি
- ৫ সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের