ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড়বে দিনের তাপমাত্রা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৯ মার্চ ২০১৮

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত পাঁচদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালী ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ (সোমবার) ঢাকায় সূর্যোদয়ে হয়েছে ৬টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ৯ মিনিটে।

আরএস/জেআইএম

আরও পড়ুন