চলতি সপ্তাহে শেহরিনের অস্ত্রোপচার
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় মৃত্যুঞ্জয়ী শেহরিন অাহমেদের উন্নত চিকিৎসার জন্য অস্ত্রোপচার করার প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অাবাসিক সার্জন ও ১৪ সদস্যের মেডিকেল টিমের প্রধান ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, চিকিৎসকরা পর্যবেক্ষণ করে দেখলেন তার একটা অস্ত্রোপচার করা প্রয়োজন। এ জন্য অারও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন রয়েছে। এগুলো সম্পন্ন হলে চলতি সপ্তাহে এ অস্ত্রোপচার করা হবে।
গত বৃহস্পতিবার (১৫ মার্চ) শেহরিনকে ঢামেকের বার্ন ইউনিটের আইসিইউতে অানা হয়। সেখান থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়।
টানা চারদিন মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জানান, তার শরীরে পাঁচ শতাংশ ডিপ বার্ন হয়েছে। এর উন্নত চিকিৎসার জন্য একটা অস্ত্রোপচার করার প্রয়োজন রয়েছে।
সাদ্দাম হোসাইন/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা