ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে বিমানের ক্যাটারিং থেকে ৯.২ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৫ মার্চ ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে বিমানের ক্যাটারিং থেকে ৯.২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানের ক্যাটারিং সার্ভিস শাখার দু'জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

আটকরা হলেন- ক্যাটারিং সার্ভিসে কর্মরত প্যান্ট্রিম্যান মো. শাহিনূর আলম (২৭) ও প্যান্ট্রিম্যান খন্দকার রুহুল আমিন (৩৩)।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিজি ২৩৬ ফ্লাইট শাহজালালে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়।

জেদ্দা থেকে সিলেট হয়ে আগত বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি অবতরণের পর ক্লিনিংয়ের জন্য রাখা হয়। বিশেষ নজরদারিতে থাকা পালকি নামে বোয়িং ৭৭৭ এর ক্যাটারিং সার্ভিসের গাড়ির ট্রে থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা। স্বর্ণ আটকের ঘটনায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেইউ/জেএইচ/এমআরএম/জেআইএম

আরও পড়ুন