ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্নীতি কমলে বিনিয়োগ বাড়বে : মজীনা

প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশে দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। রোববার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

বিনিয়োগের জন্য বিশ্বের মধ্যে বাংলাদেশই সর্বোত্তম দেশ উল্লেখ করে তিনি বলেন, যদি দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না।

মজীনা বলেন, উন্নয়নের জন্য বাংলাদেশে  যেসব চ্যালেঞ্জ আছে তার সমাধানও আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশেকে গণতান্ত্রিক, রাজনৈতিক, নিরাপদ, শান্তিময় দেশ হিসেবে  দেখতে চায়। কারণ এটা দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জন্য ভাল।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে চ্যালেঞ্জগুলো হলো- জ্বালানি সংকট,  যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা। এগুলো সব সমাধানযোগ্য।

মজীনা বলেন, দুর্নীতি দমন করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জ্বালানি সমস্যা সমাধানের জন্য প্রতিবেশি দেশ ভুটান,  নেপাল ও ভারত থেকে বিদ্যুৎ আমদানি করলে সমস্যার সমাধান হয়ে যাবে।

মজীনা আরও বলেন, বাংলাদেশের লোক প্রচণ্ড রাজনৈতিক সচেতন। এদেশের মানুষের ডিএনএ’র মধ্যে রাজনীতি রয়েছে। আমি ৬৪টি জেলায় ঘুরেছি। মানুষের সঙ্গে আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে কথা বলেছি।

তিনি বলেন, চরমপন্থা ও সন্ত্রাসবাদ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও স্বাধীনতাকামী  দেশগুলোর জন্য হুমকি স্বরূপ। তাই ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের প্রতিরোধ করতে হবে।

মজীনা বলেন, ১৫ বছর আগের চেয়ে এখন  দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। ডায়রিয়া, নিউমনিয়ার জন্য এখন কোনো শিশু মারা যায় না। হাসপাতালগুলো খালি দেখা যায়। যা স্বাস্থ্য সেবার উন্নয়নের চিত্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মাইনুল আলম, সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি প্রমুখ।