ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাঠামান্ডু যাচ্ছে সাত সদস্যের মেডিকেল টিম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৪ মার্চ ২০১৮

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সাত সদস্যের একটি মেডিকেল টিম কাঠমান্ডু যাচ্ছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ টিম যাচ্ছে।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জাগো নিউজকে একথা বলেন।

তিনি বলেন, সাত সদস্যের এ টিমের নেতৃত্ব দেবেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন। অন্য সদস্যরা হলেন- একই ইউনিটের ডা. হোসেন ইমাম, ডা. মনসুর রহমান, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) ডা. মুশফিকুর রহমান লিটন, ডা. রিয়াদ মজিদ, ঢামেক হাসপাতালের ফেরদৌস রহমান ও ডা. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, এ প্রতিনিধি দল সেখানকার রোগীদের দেখে পরামর্শ দেবেন কি করা যায়। সেই ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তারা সেখানে যাচ্ছেন। আমাদের দেশে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা ভালো। এখানে বিশেষায়িত ইউনিটও আছে। প্রয়োজনে আমরা রোগীদের দেশে ফিরিয়ে আনব। এমন কি অন্য দেশেও পাঠাতে পারি। সব নির্ভর করছে রোগীর অবস্থার ওপর।

এইচএস/এফএইচএস/জেএইচ/আরআইপি

আরও পড়ুন