২৪ জুলাই : এক নজরে সারাদিনের খবর
রাজন হত্যা : ওসি আলমগীর প্রত্যাহার, ২ এসআই বরখাস্ত
সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে নির্মম পৈশাচিক নির্যাতনে খুন হওয়া শিশু শেখ সামিউল আলম রাজনের বাবার সঙ্গে থানা কম্পাউন্ডে দুর্ব্যবহার, মামলা নিতে গাফিলতি ও আসামিদেরকে ‘উৎকোচে’র বিনিময়ে রক্ষার চেষ্টার অভিযোগে জালালাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে প্রত্যাহার ও দুইজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) বরখাস্ত করা হয়েছে।
বিশ্বের ৮৪তম শান্তির দেশ বাংলাদেশ
সবচেয়ে শান্তিপূর্ণ দেশে হিসেবে বাংলাদেশ ৮৪তম স্থানে অবস্থান করছে বলে `বিশ্বশান্তি ও সহিংসতার` সূচকে বলা হয়েছে। খবর দ্য ইনডিপেনডেন্টের।
রুবেল-সোনিয়ার প্রেমের বলি মন্ত্রীর ভাগ্নে ওবায়দুল
স্ত্রী সোনিয়া ও তার প্রেমিক রুবেলের পরিকল্পনায় খুন হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ভাগ্নে ওবায়দুল হক।
চাঁদপুর লঞ্চঘাটে উপচে পড়া ভিড় : নিয়মনীতি মানছে না কেউ
বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে আসা কর্মজীবীরা সরকারি ও নিজস্ব ছুটি শেষ করেছেন।
তদন্তে দায়ী পুলিশকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গাফিলতির জন্য দায়ী পুলিশকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঈদকে ঘিরে নিভে গেল তিনশতাধিক প্রাণ
ঈদে গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় তিনশতাধিকের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনো সড়কপথের এই লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
গাজীপুরে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষ : নিহত ৪
গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
রোববার সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুরে যাচ্ছেন।
হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট
চলতি বছর হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৬ আগস্ট থেকে। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
কালকিনিতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই নীলখোলা নামক স্থানে শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে শনিবার
চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে।চলবে ২০১৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত।
মিয়ানমার ফেরত ১৫৫ জনকে স্বজনদের কাছে হস্তান্তর
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার সমুদ্র উপকূলে ভাসমান উদ্ধার ১৫৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পর তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীতে বাসের ধাক্কায় এসবি কনস্টেবল নিহত
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সোহেল রানা নামে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল নিহত হয়েছেন।
পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলার ধলাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।
চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত
টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বেলা ১টা ৩৫ মিনিটে দুই আম্পায়ার এই ঘোষণা দেন।
একে/পিআর