ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নেপালের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ফোন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১২ মার্চ ২০১৮

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের পর স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলি- এর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

খাদগা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। এছাড়া প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে।

এইউএ/জেএইচ/আরআইপি

আরও পড়ুন