‘৫৫ শতাংশ কোটা হতে পারে না’
সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় ৪৫ শতাংশ মেধা আর ৫৫ শতাংশ কোটা, এটা হতে পারে না। এতে গরিব মেধাবীরা বঞ্চিত হচ্ছে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ফরাজী বলেন, যার কোটা আছে, অর্থ প্রতিপত্তি আছে সে চাকরিতে সুযোগ পাচ্ছে। গরির ও মেধাবীদের কোটা নেই, তাই তারা চাকরি পাচ্ছে না। এতে আমরা মেধাবীদের পাচ্ছি না।
এ জন্য এ কোটাব্যবস্থাকে দ্রুত রি-স্ট্রাকচার করতে হবে। আগামী বাজেটে এ সংক্রান্ত উদ্যোগ নিতেও অর্থমন্ত্রীরর প্রতি আহ্বান জানান তিনি।
তবে অর্থমন্ত্রী কোটা সংস্কারের বিষয়ে কিছু বলেননি। মুহিত বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। মানসম্মত শিক্ষাব্যবস্থার জন্য এটা জরুরি। এছাড়া কারিগরি শিক্ষার প্রসারের বিষয়ে কথা হয়েছে। সে বিষয়ে সরকারের নজর রয়েছে।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আবদুস শহীদ এমপি।
অনুষ্ঠানে অর্থ সচিব মুসলিম উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএ/বিএ/আরআইপি