হাজারীবাগে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী আহত
রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল চোরের ছুরিকাঘাতে মুরাদ হোসেন (২২) নামে এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে বউবাজারের বালুরমাঠ এলাকায় একটি ভবন থেকে শিবলু (২৮) নামে এক চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী মুরাদ হোসেন বাধা দিতে গেলে ওই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে মুরাদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিবলুকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে পুলিশ হেফাজতে ঢামেকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুরত আহত নিরাপত্তাকর্মী মুরাদও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
সাইদুর নামে এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, ‘পাশের বাসা থেকে চিৎকার শুনে দ্রুত বের হয়ে দেখি এক ব্যক্তি দারোয়ানকে ছুরি মেরে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছে। পরে আরও লোকজন আসলে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি’।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, এ ঘটনায় দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সাদ্দাম হোসাইন/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা