ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিএনডির জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি পরিকল্পনামন্ত্রীর

প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৩ জুলাই ২০১৫

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাধ তথা ডিএনডি এলাকাতে বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, ডিএনডিতে আপাতত পানি নিষ্কাশনের জন্য পাম্প স্থাপনেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আর ডিএনডি এলাকাতে জলাবদ্ধতা নিরসনের লক্ষে এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএনডি এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রীকে বহন করা গাড়িও অনেক সড়কে পানিতে চলতে বেশ বেগ পেতে হয়।
 
মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল প্রমুখ।
 
মন্ত্রী প্রথমে ডিএনডির তুষারধারা, গিরিধারা, আদর্শনগর, পাগলা এলাকা পরিদর্শন করেন। জলাবদ্ধতায় প্রতিটি রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার ফলে মন্ত্রী গাড়ি থেকে নামতে পারেনি। তিনি গাড়িতে বসেই ডিএনডি এলাকা পরিদর্শন করেন। পরে তিনি শহরের সেন্ট্রাল খেয়াঘাট পরিদর্শন করে লোকজনদের সঙ্গে কথা বলেন। সেখানে অচিরেই একটি ফুটওভার ব্রীজ নির্মাণে সরকারের সদিচ্ছার কথা জানান।
 
এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে দুইজন সাংসদ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় মন্ত্রী বলেন, `ডিএনডিতে জলাবদ্ধতার জন্য আপাতত দ্রুত পানি নিষ্কাশনের পাম্প আরো বেশি করে স্থাপন করা হবে। পরে স্থায়ী সমাধানের জন্য সরকার উদ্যোগ নিবে। তবে সরকারের একার পক্ষে সমস্যা সমাধান করা যাবে না। এ জন্য স্থানীয়দের আরো বেশি সচেতন হতে হবে। কারণ ডিএনডির পানি নিষ্কাশনের খালগুলো অবৈধভাবে দখল থাকায় পানি সরতে পারে না।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/এমআরআই