ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৩ জুলাই : এক নজরে সারদিনের খবর

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৩ জুলাই ২০১৫

টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ৮
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাসাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আট যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ২৫ জন আহত হয়েছেন।

গাজীপুরে ট্রেন ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৮
গাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ডেমু ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে আট যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দিন শেষে এগিয়ে বাংলাদেশ
আলো স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা। এখন পর্যন্ত স্বাগতিকদের চেয়ে এখনো ১৭ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

ক্রেস্ট জালিয়াতি : তাজুলের অনিয়ম পায়নি সংসদীয় কমিটি!
মুক্তিযুদ্ধের সময় অবদান রাখা বিদেশিদের দেয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদীয় কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পায়নি সংসদীয় তদন্ত কমিটি।

প্রধানমন্ত্রীর টেবিলে পে কমিশনের প্রতিবেদন
পে কমিশনের প্রতিবেদন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে। প্রধানমন্ত্রী প্রতিবেদনটি যাচাই করে দেখছেন।

আইএস জঙ্গিদের গুলিতে ২ বাংলাদেশি নিহত
লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গুলিতে মোসলেহ উদ্দিন (৩০) ও আরিফুর রহমান সিদ্দিক (২৮) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ঈদ শেষে ভোগান্তিতে দক্ষিণাঞ্চলের লঞ্চযাত্রীরা
সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবারও ছিল ঈদ ফেরত যাত্রীদের ভিড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করে রাজধানীমুখো হাজারো মানুষের পদচারণায় লঞ্চ টার্মিনাল ছিল মুখরিত।

ক্যান্সারের চিকিৎসার নামে চলছে বাণিজ্য
দেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার নামে অপবাণিজ্য চলছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। দেশে বিভিন্ন ধরনের ক্যান্সার রোগীদের মধ্যে হেড-নেক ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে।

নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা ৫ আগস্ট থেকে শুরু
চলতি বছর বাংলাদেশ থেকে হজ গমনেচ্ছুদের ‘আন্তজার্তিক স্বাস্থ্য সনদ’ পরীক্ষা  আগামী ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে।

বঙ্গবন্ধু কোন দলের নয়, সমগ্র জাতির
দেশের বিশিষ্ট সাংবাদিকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সার্বজনীন করার লক্ষ্যে তার জন্ম ও শাহাদাৎ বার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠনের উপর গুরুত্বরোপ করেছেন।

আজমিরীগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ নিহত ৩
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নৌকাডুবিতে মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘরদাইর হাওরে এ ঘটনা ঘটে।

ভোটার তালিকা হালনাগাদ শুরু শনিবার
আগামী শনিবার অর্থাৎ ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। শনিবার সকাল ১১ টায় নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ব্যর্থ হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
গত হজ মৌসুমে হাজিদের সাথে প্রতারণা ও সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

খালেদা জিয়ার পরবর্তী শুনানি ৩ আগস্ট
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ৩ আগস্ট ধার্য করা হয়েছে।

রাজন হত্যার চার্জশিট ৩-৪ দিনের মধ্যে : আইনমন্ত্রী
সিলেটে চাঞ্চল্যকর সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট তিন থেকে চার দিনের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বাদীর স্বীকারোক্তি : খালেদা জিয়া টাকা আত্মসাত করেননি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়া সরকারি কোন টাকা আত্মসাত করেন নি বাদী তা স্বীকার করেছেন।

দেশজুড়ে হ্যালো ডাক্তার কর্মসূচি চালু
রাজধানীসহ সারাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ‘হ্যালো ডাক্তার’ নামে একটি পরিবীক্ষণ কর্মসূচি চালু করেছে।

আগস্ট পর্যন্ত একাদশে ভর্তি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এখনও প্রায় ১ লাখ ৬ হাজার ৫শ ১১জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি।

১২০০ ইউনিয়নকে ফাইবার অপটিকের আওতায় আনা হবে
সারাদেশের ১২০০ ইউনিয়নকে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একে/আরআইপি