ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘চোর’ গৃহকর্মীর সন্ধান চায় ডিএমপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৫ মার্চ ২০১৮

২০১৭ সালের ১১ নভেম্বর গৃহকর্মী সেজে মো. শাহে আলমের ধানমন্ডির বাসায় ঢুকেন রোকসানা (৩৫)। শাহে আলম ঘরে না থাকায় কাজের প্রথম দিনেই তার স্ত্রীকে সকালের নাস্তা খেতে দেয় রোকসানা। এরপর চা পান করান। কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়লে গৃহকর্মী রোকসানা আলমারি থেকে স্বর্ণের চুড়ি, বালা, গোল্ড প্লেটেট গহনা, পায়ের নুপূর, মুক্তার সেট, স্বর্ণের লকেট সেট ও আংটিসহ প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

ওই ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হলেও রোকসানার প্রকৃত পরিচয় না জানায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। ফলে মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের তার সন্ধান জানাতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপির অফিশিয়াল নিউজ পোর্টালে তার পরিচয় জানানোর আহ্বান জানানো হয়েছে। ডিএমপি জানায়, যদি কোনো সহৃদয়বান ওই নারীর সন্ধান জেনে থাকেন তাহলে নিকটস্থ থানা অথবা ধানমন্ডি মডেল থানা (ওসি: ০১৭১৩-৩৭৩১২৬, এসি: ০১৭১৩-৩৭৩২১২) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এআর/আরএস/পিআর

আরও পড়ুন