ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৩ জুলাই ২০১৫

দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর নির্যাতনে চোখ হারানো সুখী বেগমকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

চুমকি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সবসময় নির্যাতিত নারী ও শিশুদের পাশে ছিলো এবং থাকবে।

সুখীর পরিবারের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সুখীর পরিবার যেন অসহায় হয়ে না পড়ে তার জন্যে সবকিছুই সরকার করবে। তার দুই সন্তানের ভরণ পোষণের ব্যবস্থাও সরকার করবে। এ সময় প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষে সুখী বেগমের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সুখীর বাবা নূর মোহাম্মদ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

এসকেডি/আরআইপি