জাফর ইকবালের জন্য ৮ ব্যাগ রক্ত সংগ্রহ, প্রস্তুত অনেকেই
বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের জন্য ইতোমধ্যে ৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। আরও ১৫ জন শিক্ষার্থী রক্ত দেয়ার জন্য হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সামনে অপেক্ষা করছেন।
রক্ত পরিসঞ্চালন বিভাগের অফিস সহকারী নাজিমুদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টিএমই বিভাগের ২০১০ ব্যাচের ছাত্র রক্তদাতা মুরশালিন পলাশ জাগো নিউজকে বলেন, ইতোমধ্যে ৮ ব্যাগ রক্ত প্রস্তুত রাখা হয়েছে। আরও ১৫ জন্য প্রস্তুত আছেন রক্ত দেয়ার জন্য।
প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে এক যুবক।
এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছামির মাহমুদ/এমএএস/আরআইপি