ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বালুমহাল ইজারায় আয় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

দেশের আট বিভাগে মোট ৭৬৫টি বালুমহাল রয়েছে। যার মধ্যে ৩৯৫টি ইজারা দিয়ে ৬৫ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ৩৬৯ টাকা আয় করেছে সরকার। অবশিষ্ট ৩৭০টি বালুমহাল নিয়ে রিট মামলা চলমান থাকায় ইজারা দেয়া সম্ভব হয়নি। তবে রিট নিষ্পত্তি সাপেক্ষে এগুলো ইজারা দেয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৫তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মীর শওকত আলী বাদশা, সামসুল আলম দুদু এবং গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন উপস্থিত ছিলেন।

বৈঠকে বালুমহালের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সরকারি রাজস্ব আয় বাড়ানোর স্বার্থে মন্ত্রণালয়কে বালুমহালের ইজারা অব্যাহত রাখার সুপারিশ করে কমিটি।

বৈঠকে দেশের বিভিন্ন এলাকার গুচ্ছগ্রামের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি গুচ্ছগ্রাম প্রতিষ্ঠায় স্থানীয় এমপিদের অন্তর্ভুক্ত করে এ কার্যক্রম শেষ করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এইচএস/এএইচ/এমএস

আরও পড়ুন