রাজন হত্যার চার্জশিট ৩-৪ দিনের মধ্যে : আইনমন্ত্রী
সিলেটে চাঞ্চল্যকর সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট তিন থেকে চার দিনের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, তিন থেকে চার দিনের মধ্যে এ হত্যা মামলার চার্জশীট আদালতে জমা দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আইনমন্ত্রীকে জানিয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিচার তাড়াতাড়ি শেষ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও আমার পক্ষ থেকে বলা হয়েছে।
বিষয়টিও আমরা গুরুত্ব দিচ্ছি যেন হত্যার সঙ্গে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় এ রকম চিন্তা করছে সরকার।
বৃহস্পতিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এ মামলার চার্জশিট পাওয়া মাত্রই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তা দ্রুত স্থানান্তর করা হবে। বিচারিক কাজ যেন দ্রুত নিষ্পত্তি করা হয় সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, রাজন হত্যা মামলাটি যেন দ্রুত শেষ করে সে বিষয়টি আমি নিশ্চিত করবো। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো এ রকম অপরাধ করে যেন কোন অপরাধী পার পেয়ে না যায় তা নিশ্চিত করা। তিনি বলেন, প্রসিকিউশন যেন তার মামলার বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে সে ব্যাপারটিও আমি নিশ্চিত করবো। তিনি বলেন, আমি আশা করছি এ বিচারের এমন দৃষ্টান্তমুলক সাজা হবে যাতে করে কেউ এ রকম অপরাধ করার দু:স্বপ্নও না দেখে।
সরকারী কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়ে আইন করার সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এ আইন করার চিন্তা করা হয়নি।
সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের ক্ষেত্রে সরকারের অনুমোদনের দরকার। তার মানে এই না যে এই আইনের মাধ্যমে কোন কর্মকর্তাকে বিশেষ সুবিধা দেয়া হবে। তবে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা করার ক্ষেত্রে কারো অনুমতির প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত কোন অপরাধের কারণে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেউ মামলা করলে গ্রেফতার বা বিচার করতে কোন অনুমতি লাগবে না। সে ক্ষেত্রে সরকারকে ব্যক্তির অপরাধ সম্পর্কে জানালে সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পূর্বে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতির প্রয়োজন হতো। আর এখন নতুন করে যে আইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখানে কোনো কর্মকর্তাকে গ্রেফতারের পূর্বে সরকারের অনুমতির দরকার নেই।
এর আগে তিনি সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারী জজদের বিষয়ে বলেন, আপনাদের কাছে সাধারণ মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে। আগামী তিন মাসের মধ্যে বিচারকদের নতুন ল্যাপটপ দেয়া হবে বলে জানান আইনমন্ত্রী। বিচারকদের কাজের কথা চিন্তা করে এ সরকার বিচারকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনন্সিটিটিউটের পরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদ। উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ মোহাম্মাদ জহিরুল হক প্রমুখ।
এফএইচ/এআরএস/পিআর